পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জলের বিন্দু পড়ছে রে তার অলক বেয়ে বেয়ে ] মল্লারেতে মীড় মিলায়ে বাজে আমার প্রাণ, দুয়ার হতে কে ফিরেছে না গেয়ে তার গান ! আয় গো তোরা ঘরেতে আয়, বোস গো তোর কাছে— আজি যে আমার সমস্ত মন আসন মেলে অাছে । জলে স্থলে শূন্তে হাওয়ায় ছুটেছে আজ কী ও । ঝড়ের পরে পরান আমার উড়ায় উত্তরীয় । আসবি তোর কারা কারণ বৃষ্টিধারার স্রোতে কোন সে পাগল পারাবারের কোন পরপার হতে । আসবি তোরা ভিজে বনের কান্ন। নিয়ে সাথে— ) శీe