পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাসর ঘণ্টা দূরে দেউল হতে জলের শবেদ মিশে আঁধার পথে ঝোড়ো হাওয়ার স্রোতে ফিরবে দিশে দিশে । শিরীষ-ফুলের গন্ধ থেকে থেকে আসবে জলের ছাটে, উচ্চরবে পাইক যাবে হেঁকে গ্রামের শূন্ত বাটে। জলের ধারা ঝরবে বাশের বনে, বাড়বে অন্ধকার— গানের সাথে বাদল। রাতের সনে ভেদ রবে না আণর । ও ঘর হতে যবে প্রদীপ জেলে আনবে আচম্বিত, সেতারখানি মাটির পরে ফেলে থামাব মোর গীত । হঠাৎ যদি মুখ ফিরিয়ে তবে চাহ আমার পণনে এক নিমিষে হয়তো বুঝে লবে কী অাছে মোর গানে । > R R