পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Mর্জাগরণ কৃষ্ণপক্ষে আধখান। চাদ উঠল অনেক রাতে, খানিক কালে খানিক অালে৷ পড়ল আঙিনাতে । ওরে আমার নয়ন, আমার নয়ন নিদ্রাহারণ, আকাশ-পানে চেয়ে চেয়ে কত গুনবি তারা । সাড়া কারো নাই রে, সবাই ঘুমায় অকাতরে । প্রদীপগুলি নিবে গেল তুয়ার-দেওয়া ঘরে । তুই কেন আজ বেড়াস ফিরি আলোয় অন্ধকারে ? তুই কেন আজ দেখিস চেয়ে বনপথের পারে ? °及8