পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোলপুর s8 ६छTé s७s e হেথা কি তোর হুয়ারে কেউ পৌছবে আজ রাতে— এক হাতে তার ধ্বজ তুলে, আলো আরেক হাতে ? হঠাৎ কিসের চঞ্চলত ছুটে আসবে বেগে, গ্রামের পথে পাখিরা সব গেয়ে উঠবে জেগে । উঠবে মৃদঙ বেজে বেজে গজি গুরু গুরু— অঙ্গে হঠাৎ দেবে কাটা, বক্ষ তুরু কুরু। ওরে নিদ্রাবিহীন আঁখি, ওরে শাস্তিহারা, আঁধার পথে চেয়ে চেয়ে কার পেয়েছিস সাড়া ! > &"