পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাঞ্চল্য নিশ্বাস রুধে হ চক্ষু মুদে তাপসের মতো যেন স্তব্ধ ছিলি যে, ওরে বনভূমি, চঞ্চল হলি কেন ? হঠাৎ কেন রে তুলে ওঠে শাখা— যাবে না ধরায় অfর ধরে রাখণ, ঝটুপটু ক’রে হানে যেন পাখা খাচায় বনের পাখি । ওরে আমলকী, ওরে কদম্ব, . কে তোদের গেল ডাকি ! “ওই যে ঈশানে উড়েছে নিশান, বেজেছে বিষাণ বেগে— অামার বরষা কালো বরষা যে ছুটে আসে কালো মেষে।” , е е