পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওরে নীল জল, অতল অটল । ভরা ছিলি কুলে কুলে, হঠাৎ এমন শিহরি শিহরি উঠিলি কেন রে তুলে ? তালতরুছায়ণ করে টলোমল, কেন কলোকল, কেন ছলোছল, কী কথা বলিতে হলি চঞ্চল, ফুটিতে চাহে না বাকু— কাদিয়া হাসিয়া সাড়া দিতে চাস, কার শুনেছিস ডাক ! “ওই যে আকাশে পুবের বাতাসে উতল উঠেছে জেগে— আজি মোর বর মোর কালে ঝড় ছুটে আসে কালে মেঘে ।” পরান আমার রুধিয়া কুয়ার আপনার গৃহ-মাঝে ছিলি এত দিন বিশ্রামহীন কী জানি কত কী কাজে । 3 కి :)