পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার ভূষণবিহীন মলিন বেশে ভিখারিনীর সাজে তোমার দাড়াব বাম পাশে, তখন লতার মতে কঁপিব আমি গর্বে মুখে লাজে সকল বিশ্বের সকাশে । ওগো, সময় বয়ে যাচ্ছে চলে, রয়েছি কান পেতে— । কোথা কই গো চাকার ধ্বনি । তোমার এ পথ দিয়ে কত-না লোক গর্বে গেল মেতে কতই জাগিয়ে রনরনি । তবে তুমিই কি গো নীরব হয়ে রবে ছায়ার তলে— তুমি রবে সবার শেষে— হেথায় ভিখারিনীর লজ্জা কি গে। ঝরবে নয়ন-জলে ? তারে রাখবে মলিন বেশে ? শাস্তিনিকেতন ২ আষাঢ় ১৩১৩ 4סי צ