পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো, অাজ ওকি পারিজাতের কুঞ্জবনে স্বৰ্গপুরীতে মৌমাছির লেগেছিল মধু-চুরিতে । অাজ প্রভাতে একেবারে ভেঙেছে চাক সুধার ভারে, সোনার মধু লক্ষ ধারে লাগে ঝুরিতে। সকাল হতেই খবর এল— লক্ষ্মী একেল৷ অরুণ-রাগে পাতবে আসন প্রভাতবেলা । শুনে দিগ্বিদিকে টুটে আলোর পদ্ম উঠল ফুটে, বিশ্বহৃদয়-মধুপ জুটে করেছে মেলা । স্বরপুরীর পর্দাখানি নীরবে খুলে ইন্দ্রাণী আজ দাড়িয়ে আছেন জানালা-মূলে । >*あ