পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাজ অাজ ওগো, আষাঢ়-রাতের সভায় তব কোনো কথাই নাহি কব, বুক দিয়ে সব চেপে লব নিখিল আঁকড়ি । রাতের সাথে মিশিয়ে রব কিছুই না করি। বাদল-হাওয়ায় কোথা রে জুই গন্ধে মেতেছে । লুপ্ত তারার মালা কে আজ লুকিয়ে গেথেছে । আজি নীরব অভিসারে কে চলেছে আকাশ-পারে, কে আজি এই অন্ধকারে শয়ন পেতেছে ! বাদল-হাওয়ায় জুই আপনার গন্ধে মেতেছে । অাজকে আমি সুখে রব কিছুই না নিয়ে আপন হতে আপন মনে সুধা ছানিয়ে । 》8令