পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి १छै-मछल এই বর পাইয়া চলিলা অংশুমান । অশ্ব আনিয়া দিলা রাজা বিদ্যমান ॥ অশ্ব পাইয়া রাজা হৈলা আনন্দিত । গঙ্গার প্রসঙ্গ গুনি হৈলা চমকিত। সেইত ঘোটকে যজ্ঞ করিলা বিধানে। অশ্বমেধ যজ্ঞ সাঙ্গ করিলা ব্ৰাহ্মণে ॥ br)○ যথাবিধি দান কৰ্ম্ম কৈলা নৃপবর। অসমঞ্জে রাজ্য দিয়া ছাড়ে কলেবর ॥ অসমঞ্জা মহারাজা সাজে রাজ্যখণ্ড । সকল রাজ্যেতে একছত্র নব দণ্ড ॥ তেনমতে রাজ্য সব সাজে নিজ বলে । ংশুমান গঙ্গা হেতু তপস্তারে চলে। অংশুমান রাজ্যভোগ করি কথ কালে । গঙ্গা আরাধন হেতু তপস্তারে চলে। চিরকাল তপ করিলা অংশুমান । পুৰ্ব্ব পুরুষ মোর উদ্ধার ভগবান। b> @ বর পাইল অংশুমানে গঙ্গার কারণে । তোর পৌত্র ভগীরথে গঙ্গা নিব নিজ গুণে ॥ এই বর পাইয়া তপ করিয়া চলিল । দিব্য শরীর ধরি পরলোকে গেল । ংশুমানের পুত্র দিলীপ নামে রাজা । পিতার সমান বীর বলে মহাতেজ ॥ এই মতে রাজ্য করিল নিজ বলে । গঙ্গা আরাধন হেতু তপস্তারে চলে।