পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sరిశీ - ঘোর অন্ধকার পুরী নাহি রাত্রি দিন । দ্বার নিকটে নদী বড়ছি গহিন । রক্ত নদী বৈতরণী তরঙ্গ বিশাল । তাহাতে ভাসিয়া জীব পড়িছে অপার ॥ দুই কুলে ভূত সব আইসে সারি সারি। মারিয়া কাটিয়া জীব পেলাএ বিস্তারি। సెలిO শতে শতে চিল কাক গৃধিনী শকুনী। হরিআ গাএর মাংস খাএ টানি টানি ॥ কাটা খোচ খুর পথে আছএ ভরিয়া । হাটিয়া জাইতে জীব পেলিছে চিরিয়া ॥ স্বার জুড়িয়া আছে কুকুর শৃগাল । মইষ ভালুক গণ্ড ব্যাঘ্র বিড়াল। বড় ভয়ঙ্কর পুরী দেখিল দক্ষিণ । পরিত্রাণ হেতু তথা নাহি কিছু চিন। এইরূপে দেখিল মুনি সেই পুৰীখান । বিদায় করিয়া মুনি গেলা নিজ স্থান। సెరిe সকল জীবের হেতু উপকার লাগি । আপনি ত মহামুনি হৈলা অনুরাগী । পৃথিবীমণ্ডলে মুনি আইল অলক্ষিতে। স্বৰ্য্যবংশে মহারাজা আইলা দেখতে। আসিয়া নারদ মুনি রাজারে বুঝাই। পূৰ্ব্বপুরুষের কথা তোহ্মা তরে কহি ॥ ষাটি সহস্র পুরুষ ঠেকিল ব্ৰহ্মশাপে । সে সব পুরুষ তুদ্ধি মুক্ত কর পাপে ৷