পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S२२ १छ|-मजल বিষ্ণুর সেবন কৈলু দ্বাদশ বৎসর । তার ঠাই পাইলু গঙ্গা মাগিঅ' ত বর। তাহান আদেশ হৈল তোহ্মা সেবিবারে । তোহ্মার সেবা কৈলুম এখন গদা দেয় মোরে। গঙ্গা না পাইলে আর না জাইমু দেশে । শরীর ছাড়িমু মুই বিষম তপক্লেশে ॥ " ভগীরথের এথ শুনি চতুরানন । ভাৰিঙ্গ বলিলা ব্ৰহ্মা করিয়া বিধান ॥ ১১ শুনহ ভকত মন করিয়া নিশ্চল। দ্বিজ মাধবে কহে গঙ্গা-মঙ্গল ॥


oه س--

গান্ধার রাগ । অএ ভগীরথ গঙ্গা দিলাম তোহ্মারে । লই জাইবা দক্ষিণ সাগরে ॥ ধ্রু ॥ পূর্বের কথা রাজা শুন গোলোকে আপনি ভগবান । লক্ষ্মী পারিষদগণ সঙ্গে নানা ক্রিয়া করে নানা রঙ্গে । আমি শিব দেবী এক কালে গোলোকে গেলাম প্রভু দেখিবারে। SY তিন জন দেখি সেই পুরে প্রভু আজ্ঞ কৈলা মহেশের ভরে। শিৰে গীত গাএন করিয়া আলাপ বড় ইচ্ছা হইল প্রভুর গুনিয়া কলাপ ।