পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|le'a চার্যের মত কবির কীৰ্ত্তি বিলুপ্ত হইতে দেওয়া কোনমতেই আমাদের উচিত নহে। এ সকল কথা ভাৰিয়াই আমরা পুথিখানির অসম্পূর্ণতা সত্ত্বেও তাহ প্রকাশ করিয়া রাখা সঙ্গত মনে করিয়াছি। ইহার জন্য বঙ্গীয়-সাহিত্য-পরিষৎকে শতৃমুখে ধন্যবাদ দিতে হয়। পরিষদের কৃপা ৰাতীত এ দীন সম্পাদকের পক্ষে এই দুৰ্ল্লভ পুথির সদ্‌গতি বিধান সম্পূর্ণ অসম্ভব ছিল। পুথিখানি বহু দিন পূৰ্ব্বে আমার জনৈক বন্ধু শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র সরকার মহাশয় চট্টগ্রাম— রোসাঞ্জিরী গ্রাম হইতে সংগ্ৰহ করিয়া দিয়াছিলেন । একখানি মাত্র প্রতিলিপি অবলম্বন করিয়া কোন প্রাচীন পুথিরই স্বর্ভূক্কপে প্রচার করতে পারা যায় না, তাহা অভিজ্ঞ ব্যক্তিমাত্রই অবগত আছেন। এই দুরূহ পুথির সম্পাদনে যে সকল ক্রটি পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা আছে, তাহ প্রধানতঃ উক্ত কারণেই বটে। কোন কোন ক্রটি সম্পাদকের বিদ্যা-বুদ্ধির অল্পতাপ্রযুক্তও ঘটিয়াছে, সন্দেহ নাই। সেরূপ স্থলে লাচারি স্বীকার ভিন্ন গভ্যস্তর নাই । চট্টগ্রাম } ৭ই আশ্বিন, ১৩২৩ সন আবদুল করিম