পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गंत्र-मछडण কি বুদ্ধি করিমু মাতা কেমন উপায় । দক্ষিণ দেশেত মাতা করহ বিজয় ॥ যদি গঙ্গাদেবী না জাইবা মোর দেশে । সাজাইআ আনল আজি করিমু প্রবেশে ॥ শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধৰে কহে গঙ্গা-মজল ৷ ع~ (C مصے গঙ্গা বোলেন ইন্দ্রস্থানে চল ভগীরথ । মাগিয়া ত আন গিয়া গজ ঐরাবত ॥ ভাজিয়া করউক গিয়া পৰ্ব্বত দুয়ার । তৰে সে জাইতে পারি হিমালয় পার ॥ শুনিয়া গঙ্গার আজ্ঞা রাজা ভগীরথ । মনেত ভাৰিঅ রাজা হইল নিশবদ ॥ ক্ষণেকে রহিয়া চলে হইআ কাতর। কেমতে ভাঙ্গিব এই পৰ্ব্বতের গড় ॥ আসিয়া ইন্দ্রের স্থানে করিয়া প্ৰণতি । তুমি চালাইলে গঙ্গা চলে বক্ষমতী । বন পৰ্ব্বত বাহি আনিলু গঙ্গাদেৰী । এখনে কোন মতে জাইবেন পৃথিবী ॥ এই তিন ভুবনে ইন্দ্ৰ তুমি দেবরাজ । তোমা বিনে সাধন না হইব এই কাজ ॥ পূৰ্ব্বপুরুষ মোর উদ্ধার দেবরাজ । তোহ্মা বিনে সাধন না হইব এই কাজ ।