পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ॉअ|-भजड পয়ার । পূৰ্ব্বে শৌনক আদি মুনি এক স্থানে। গঙ্গীর প্রসঙ্গ কৈল শুক বিদ্যমানে । কহ কহ অএ স্থত পূৰ্ব্ববিবরণ। কোনরূপে দ্রবরূপী হৈলা নারায়ণ ॥ কোন মতে ভরিল নীর ব্ৰহ্মাণ্ড ভিতরে । কোন মতে ব্ৰহ্মাও ভাগি (ভাঙ্গি) পড়িল শিখরে ॥ ১০ কোন মতে ভগীরথে আনিলা নারায়ণী । পৃথিবী পবিত্র কৈলা সেই মন্দাকিনী। এ সব পাৰন কথা কহ মহাশয় । গঙ্গার প্রসঙ্গ মুনি ভক্তি অতিশয় ॥ এথেক মুনিয়া স্থত মুনির সাক্ষাতে। কহিতে লাগিলা পূৰ্ব্বকথা সাৰহিতে ॥ সাধু প্রসঙ্গ কথা করিয়া মুনিগণ । জে কথা শ্রবণে পবিত্র হএ তিন জন ॥ জেবা ৰোলে জেবা স্কনে হুইয়া একচিত্ত্বে । সকল পবিত্র হএ গঙ্গার চরিত্রে ॥ S (t সহস্ৰ যোজন হোতে গঙ্গা আইলা শিব-জটে । সুনিলে আপদ নাশে বিঘ্ন তার খণ্ডে ॥ গঙ্গা জাইবার মনে করে অভিলাস । সেই ত কারণে তার হএ স্বৰ্গবাস গঙ্গা দেখিবারে শ্রদ্ধা করে জেই জন । পদে পদে অশ্বমেধ পাএ ততক্ষণ ॥