পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や8 গঙ্গ-মঙ্গল ঐরাবত রৈল তবে পৃথিবী উপরে। পৰ্ব্বতের তলে মাথা পাতিল নির্ভরে } মহাবেগে ভাগীরথী পৰ্ব্বত ভাঙ্গিয়া । পড়িলা হস্তীর কুম্ভে,দ্বার করিয়া ॥ গঙ্গাদ্ধার হইল তবে সেই পুণ্যস্থান। পৃথিবীতে তীর্থ সেই হইল প্রধান । Ꮌ ☾Ꮼo পৃথিবীতে গঙ্গা দেবী আইলা সেই পথে । ভাঙ্গিয়া পাষাণ বৃক্ষ আবৰ্ত্ত আয়াতে ॥ জলভরে পৃথিবী ভাঙ্গিঅ' হএ পানি । পাকে পাকে ফিরে নাহি ভাটি উজানি ॥ বড়হি গম্ভীর দহ সেই হরিদ্বার। পড়িয়া ত চারি ভিতে করিল পাথার ॥ জলের মহা ঝাপঝপি শুনি ভয়ঙ্কর। পলাইয়া জন্তু সব জাএ দিগান্তর ॥ এই মতে আইলা গঙ্গা পৃথিবীমণ্ডল । মাধবে কহে গঙ্গা-মঙ্গল ॥ ૩૬૭૯ 3 جه পয়ার । পৃথিবী পড়িলা গঙ্গা জল নিৰ্ম্মল। সেই হোতে পৃথিবীর হৈল ( হইল ) মঙ্গল। সন্ন্যাসী তপস্বী ঋষি আইলা সকল । গঙ্গার পরশে দেহ মানিলা সাফল ॥ গঙ্গ স্থানে বিদায় করিয়া করিবর। ইঞ্জের নিকটে গেল হকয় ফfতর ॥