পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গা-মঙ্গল ›ፃ » পটমঞ্জরী রাগ । কাশী নামে পুরী আইলা সুরেশ্বরী পরম হরসিত মনে । আগে ভগীরথ পরম মনোরথ শঙ্খ পুরিছে ঘন ঘনে ॥ ধষ্ঠ ধন্ত্য ধন্ত ভারত ভূমি পুণ্য ক্ষেত্র এই সে প্রধান । শিবের প্রিয় স্থল পরম নিরমল দেখি দেবী করিলা বাখান ॥ ধ্রু ॥ সিধা! (সিদ্ধ) মুনিবর সন্ন্যাসী সকল ব্রহ্মচারী আদি জথ । চতুর আশ্রম বসএ অভিরাম (অবিরাম) পঠতি পুরাণ ভাগবত ৷ OLOෆ . যজ্ঞ তপ দান ব্ৰহ্ম অনুধানি জপ জাপ্য সৰ্ব্ব জনে । নিয়ম ব্রতচারী বসএ সেক্ট পুরী দেখিল আসিয়া বিদ্যমান ॥ রহিয়া সেই স্থানে করেন বাপানে বারাণসী এই পুরী। কোটা লিঙ্গ তাতে দেখিলা সাক্ষাতে আপনে আছেন হর হরি ॥ সেইত পুরী মাঝে ৰিচিত্র রথ সাজে সকল দেবগণ সঙ্গে ।