পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ांत्र-भत्रल পুৰ্ব্ব পশ্চিম ধার সীতা বন্ধু ভদ্রসার চলি গেলা লবণসাগরে । দক্ষিণে অলকাননা সকলি তীর্থের কন্দ তবে আইলা হিমালয় গিরিবরে। তথা আসি ঐরাবত ভাঙ্গিয়া করিলা পথ পড়িলেন গঙ্গা তাহান মাথাএ। ভারত ভুবনে আইলা প্রয়াগ স্থানে সরস্বতী যমুনা তথাএ } তবে আসি কাশীপুরী জথা আছেন হরহরি সেই পথে করিলা পয়ান । আইলা গঙ্গা নিজ রঙ্গে বিমল তরঙ্গ সঙ্গে জহ্ন, মুনি পথে কৈল পান। মুনির ঠাই গঙ্গা পাইয়৷ আইলু সাগরে লৈয়া সমুদ্রমুখী হঠল| তথাএ। সাগরে পড়িল জল উদ্ধারিল সকল e দ্বিজ মাধবে রস গাএ ॥ -O পয়ার । গঙ্গা সাগর সঙ্গ হৈল জেইথানে । মূৰ্ত্তিমস্ত হৈয়| তথা রৈখা দুই জলে । গঙ্গা দরশনেত সাগর উল্লসিত । እ ቖፃ 3bや@ পাইআ আপন প্রিয়া পরম পিরীত ॥ У bogo পাইয়া আপনা পতি মন অভিলাস । পরম স্বরূপ রূপ করিলা প্রকাশ ॥