পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৰিশিষ্ট্ৰ جمع جاعجبحوه. ‘গঙ্গা-মঙ্গলে ব্যবহৃত প্রাচীন ও দুরূহ শবদাদির অর্থ এই (ಇತ! (style) অত্যন্ত দুরূহ। ভাষাতত্ত্বান্বেষীর পক্ষে ইহাতে আলোচনার যোগ্য অনেক কথা আছে । ইহার রচয়িত। একজন গভীর সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন । র্তাহার রচনায় সংস্কৃতের প্রভাব অত্যন্ত বেশী । সংস্কৃতের অনুকরণে তিনি ইহাতে যেরূপ রচনাপ্রণালী ও ছন্দের অনুসরণ করিয়াছেন, প্রাচীন বঙ্গসাহিত্যের মত্যন্ত্রসংখ্যক গ্রন্থেই তাহা পরিদৃষ্ট হইবে । সংস্কৃতানুসারী বলিয়াই ইহার ভাষা অনেক স্থলে দুৰ্ব্বোধ্য হইয়া দাড়াইয়াছে ; নতুৰ কয়েকটি কঠিন সংস্কৃত শব্দ ব্যতীত ইহাতে প্রাচীন অপ্রচলিত বাঙ্গালী শব্দের ব্যবহার বড় বেশী নাই । ইহার ভাষা আলোচনা দ্বারা অনেক নুতন তথ্য ও সত্য আবিষ্কার করা যায় ; কিন্তু সময়ের অপ্রতুলতাবশতঃ আমরা তাহ প্রদর্শন করিতে অক্ষম স্থলচক্ষে ইহার যে কয়েকটি বিশেষত্ব আমাদের দৃষ্টিপথে পতিত হইয়াছে, এ স্থলে আমরা কেবল তাহাই দেখাইয়া দিতেছি । যথা,— (১) অসমাপিকা ক্রিয়াগুলি কোথাও “অ’ এবং কোথাও বা ‘য়’ দিয়া লিখিত ; যথা,—করিয়া, হইআ ইত্যাদি। (২) "য’ স্থলে প্রায় সব স্থলেই 'জ' ব্যবহৃত হইয়াছে। {g» *স’র ব্যবহার প্রায় সৰ্ব্বত্র ।