পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० श्रृंत्रो-भन्ने জিনিল দেবতাগণ হরিল বিষয় । আপনি ত ইন্দ্র হইল পরম বিস্ময় ॥ ইন্দ্র আদি দেবগণ বড় ভয়ঙ্কর। প্রমৱ হইয়া ৰলি লজিঘল সকল ॥ অদিতির কুণ্ডল আদি নিলেক হরিয়া । দেবতারে হিংসা করে প্রমত্ত হইয়া ॥ ইন্দ্র মাএর কুণ্ডল লাগি অনেক মনচুঃখী । কশ্যপের স্থানে গেলা সভার দুঃখ দেখি ॥ কহিল সকল কথা বাপ বিদ্যমানে । জানেন সে সব কথা কগুপে আপনে ॥ ՏԵ (է জথ দুঃখ পাএ ইন্দ্র বলির কারণে । দ্বিজ মাধবে কহে মুনির সম্ভাষণে ॥ ய இை পয়ার । ইন্দ্রের সে সব কথা শুনিয়া মুনিবর। মনদুঃখী হইয়৷ কিছু দিলেন্ত উত্তর ॥ যার জেই অধিকার দিলেন্ত ঈশ্বর। সেই সব অধিকারে কর গিয়া ঘর। বলির শকতি তোহ্মা কি করিতে পারে। প্রবল হইয়া তুদ্ধি রহ গিয়া ঘরে। এথেক মুনির কথা শুনিয়া সাক্ষাতে । যুদ্ধ করিবারে জাএ বলির সহিতে । 3 సెC) সাজ সাজ দেবগণ পড়িল ঘোষণা । হইল তুমুল শব্দ অশেষ বাজনা ।