পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাধধাচাৰ্য্য-বিরচিত ‘গঙ্গামঙ্গল” ভিন্ন বঙ্গসাহিত্যে গঙ্গ-মহাত্ম্যবিষয়ক আর কোন সন্দর্ভ ৰ গ্ৰন্থ আছে কি না, এ পর্য্যস্ত জানা বায় নাই। প্রথমোক্ত দুইখানি ক্ষুদ্র নিবন্ধও কতকটা আধুনিক জিনিষ বটে। জয়রামকৃত ‘গঙ্গামঙ্গল’ আমরা দেখি নাই। উহা সন ১২৪৮ সনে লিখিত ও উহার শ্লোক-সংখ্যা ৩৫০ বলিয়া কথিত । * দুর্গাপ্রসাদ কৃষ্ণনগরান্তর্গত উলা গ্রামে জন্মগ্রহণ করেন। ইহঁর পিতার নাম আত্মারাম মুখোপাধ্যায় ও মাতার নাম অরুন্ধতী। যে ৰৎসর রাজা রামমোহন রায় “হিন্দুগণের পৌত্তলিক ধৰ্ম্মপ্রণালী” রচনা করেন, সম্ভবতঃ সেই বৎসর (১০০ বৎসরের কিছু পূৰ্ব্বে ) ‘গঙ্গাতক্তি-তরজিণী” বিরচিত হয় | { আমাদের সমালোচ্য গ্ৰন্থখানির নাম ‘গঙ্গামঙ্গল’ । ইহাতে ধরাতলে গঙ্গাবতরণ-কথা ও গঙ্গা-মাহাত্ম্য বর্ণিত হইয়াছে। দ্বিজ মাধব নামক কবি ইহার রচয়িতা । তিনি সাধারণতঃ ‘মাধবাচাৰ্য্য' নামে পরিচিত ও বঙ্গসাহিত্যে একজন অতি প্রসিদ্ধ কবি । ৰজসাহিত্যে একাধিক মাধবাচার্য্য বিদ্যমান ছিলেন বঙ্কুি জানা যায়। একজন এই “গঙ্গামঙ্গলে”র কবি মাধব, একজন চৈতন্ত-- দেবের শালার বংশে এবং আর একজন নিত্যানন্দের, কি তাহার ছেলের জামাই,-বাড়ী বলাগোড় । যেই কীৰ্ত্তনিয়া মাধবাচাৰ্য্য খেতুড়ির মহোৎসবে উপস্থিত ছিলেন, তিনি উক্ত তিন জনের মধ্যে একজন কি না, জানি না । আর একজন ‘শ্ৰীকৃষ্ণ-মঙ্গল-রচয়িতা মাধবাচার্য্য আছেন। ‘প্রেমবিলাসের মতে র্তাহার নিবাস নৰদ্বীপ,

  • বঙ্গভাষা ও সাহিত্য-পরিশিষ্টে হস্তলিখিত পুথির সংক্ষিপ্ত বিবরণী দ্রষ্টব্য।

| اؤ% ده هـنفي {