পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१त्रl-भक्रडा চিন্তিয়া চৈতন্ত-চন্দ্র-চরণ-কমল । দ্বিজ মাধৰে কহে গঙ্গা-মঙ্গল ॥ &SC سے oیس سے গুঞ্জরি রাগ । অএ প্রভু ত্রিবিক্রম অনাথ দেখিয়া মোরে অপরাধ ক্ষেম । অএ ঠাকুর লাগহু চরণ ॥ ধ্রু॥ জন্মিলু অসুর-বংশে হৈয়া দুষ্টমন । তেকারণে না লইলু তোহ্মার শরণ ॥ তোহ্মার (সেবক সনে ) * করিলু বিবাদ । তেই সে হইল মোর এত পরমাদ ॥ কোন কৰ্ম্ম করিলু লভিঘআ দেবগণ । না শুনিলু দ্বিজ গুরুর নিষেধ-বচন । কোন বিধি কৈল মোরে এথ পরমাদ। কান্দে বলি রাজ; মনে পাইয়া বিষাদ ॥ 6 సె& কিরূপে প্রভুর ঠাই লইমু উপদেশ । এই ত চরণ বিনে না জানি বিশেষ ॥ ক্ষেমিবা কেমনে দোষ না লইলু শরণ। প্রভুর ও রূপ দেখি কাপে ত্রিভুবন। প্রেমে পুলক রাজা পুলক শরীরে । নয়ান হরিসে জল বহে কথ ধারে ॥ সঘন কম্পিত অঙ্গ গদ গদ বাণী । কি কহিব কি বলিব এক নহি জানি ॥

  • মূলে সেবক সনে স্থলে কেবল সেৰ আছে।