পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंङ्ग-भङ्घण 'কর্ণাট রাগ । বলির জথেক নারী কর জোড় শিরে করি স্তুতি করে প্রভুর চরণে । তৃন্ধি ব্ৰহ্মা হরিহর স্বষ্টি-স্থিতি-ক্ষয়-কর সত্ত্ব রজ তম তিন গুণে ॥ কর কষ্টি রজোগুণে সত্ত্ব গুণে পালনে তম গুণে কর তুদ্ধি ক্ষয় । এই তিন গুণ ধরি অখিল ভুবন ভরি জথ জীব হইছে ইচ্ছাএ। সত্ত্ব গুণে শুদ্ধ মন হএ সেই সাধু জন নাহি করে হিংসা অভিমান । তম গুণে অহঙ্কার না করএ বিচার | দেবতারে করে অবজ্ঞান ৷ আহ্মারা অস্থর জাতি দুষ্ট সঙ্গে কুমতি O অনুক্ষণ বাড়ে অহঙ্কার । জথ অপরাধ করি আছিল তোহ্মার পুরী তাহা সব ক্ষেমিবা আহ্মার ॥ অশেষ প্রকারে স্তুতি করে সব যুবতী প্রভুর চরণে একমনে । পুত্র পরিবার সঙ্গে প্রণাম করিয়া অঙ্গে লোটাইয়া লোটাইয়া পদতলে ॥ প্রভুর চরণ ভরে fৰদারিলা মহীতলে হৈল সেই পাতাল দুয়ারে । כף