পাতা:গল্পগুচ্ছ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪৪
গল্পগুচ্ছ

গাড়ি অগ্রসর হইয়া চলিল, গানের পদ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল

   ওগো  নিষ্ঠুর, ফিরে এসো হে!

   আমার করুণ কোমল, এসো!

   ওগো  সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর, ফিরে এসো।

 গানের কথা ক্রমে ক্ষীণতর অস্ফুটতর হইয়া আসিল, আর বুঝা গেল না। কিন্তু গানের ছন্দে শশিভূষণের হৃদয়ে একটা আন্দোলন তুলিয়া দিল, তিনি আপন মনে গুনগুন করিয়া, পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন, কিছুতে যেন থামিতে পারিলেন না-

   আমার  নিতি-সুখ, ফিরে এসো।

   আমার  চিরদুখ, ফিরে এসো!

   আমার  সব-সুখ-দুখ-মন্থন-ধন, অন্তরে ফিরে এসো!

   আমার  চিরবাঞ্ছিত, এসো!

   আমার  চিতসঞ্চিত, এসো!

   ওহে চঞ্চল, হে চিরন্তন,

   ভুজ  —বন্ধনে ফিরে এসো!

   আমার  বক্ষে ফিরিয়া এসো,

   আমার  চক্ষে ফিরিয়া এসো,

   আমার  শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো!

   আমার  মুখের হাসিতে এসো হে,

   আমার  চোখের সলিলে এসো!

   আমার  আদরে, আমার ছলনে,

   আমার  অভিমানে ফিরে এসো!

   আমার  সর্বস্মরণে এসো,

   আমার  সর্বস্মরণে এসো,

   আমার  ধরম করম সোহাগ শরম জনম মরণে এসো!

 গাড়ি যখন একটি প্রাচীরবেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল তখন শশিভূষণের গান থামিল।

 তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন।

 যে ঘরে আসিয়া বসিলেন, সে ঘরের চারি দিকেই বড়ো বড়ো কাচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো। সেই দৃশ্য দেখিবামাত্র তাঁহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল। এই সোনার জলে অঙ্কিত, নানা বর্ণে রঞ্জিত বইগুলি আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাঁহার নিকটে প্রতিভাত হইল।

 টেবিলের উপরেও কী কতকগুলি ছিল। শশিভূষণ তাঁহার ক্ষীণদৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন, একখানি বিদীর্ণ স্লেট, তাহার উপরে গুটিকয়েক পুরাতন খাতা, একখানি ছিন্নপ্রায় ধারাপাত, কথামালা এবং একখানি কাশীরামদাসের মহাভারত।

 স্লেটের কাঠের ফ্রেমের উপর শশিভূষণের হস্তাক্ষরে কালি দিয়া খুব মোটা করিয়া