পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अॉन्विन, >७8० ] পুলিশ বাহির হইয়া জাসিল—অনেক শ্ৰব্যসম্ভার লইয়া। রক্তমাখা বড় ছোর, তাঁহাতে লালসিং হত হুইয়াছে। কমলেশের জননীর অলঙ্কারের বাল্প, তাহার লোণ্ডে মৃগাঙ্ক তাহাকে হতা করিয়াছে। হত্যার স্বার কি প্রমাণ চাই ? পুলিশ যুগান্ধকে লইয়া চলিল । আদালভে গিয়া যুগান্ধ তাহার অপরাধের সমস্ত বিবরণ শুনিল। জমিদার-পত্নী গিয়াছিলে- ভগিনীর বাড়ি দুই-একদিনের জন্তু । সেস্থান হইতে কোথায় নিমন্ত্রণের প্রয়োজন হওয়ায় তিনি অলঙ্কার চাহিয়া পাঠান । বিশ্বাসী দ্বাররক্ষী লালগিং বাক্ষ্ম লইয়া রওনা হয় । সে সময় জমিদার-পত্নীর পত্র আলে, এব- লাললিংকে দিয়া অলঙ্কাল পাঠাইবায় ব্যবস্থা হয়, সে সময় রমাপতির নিকট শুধু মৃগাঙ্ক উপস্থিত ছিল। সন্ধার পূৰ্ব্বে মাগলিং যায়। তাহার কিছু পরই তাহার রক্তাক্ত জীবনহীন দেহ নদীতীরে দেখা যায় । লালসিং গহনা লষ্টয়া খাইযে, একথা মুগান্ধ ভিন্ন কেহ জানিত न रुशिप्रभ३ शहमाइझरय ब्रभाँ* छ उशिज़ कथाहे পুলিসে জানায়। তারপর হত্যার সকল প্রমাণই ড়ো তাহার ঘরে পাওয়া গিয়াছে । মৃগান্ধ সমস্ত কথা শুনিয়া শুধু জল্প হাসিল, কিছু বসিল না। সাক্ষীও কয়জন জালিল । যাহাদের মৃগাঙ্ক ইহজন্মে কখনও দেখে মাই ! তাহাদের কেহ বলিল, লালসিং থেলিন হত হয়, সেদিন সন্ধ্যায় যুগান্ধকে তাহার অল্পনয়ণ করিতে লে দেখিয়াছে। কেহ বন্সিল, লালগিংয়ের জাৰ্ত্তনাদ শুনিয়া সেখানে গিয়া শোনিতাক্ত শানিত স্বল্প হাতে ঘুগন্ধিকে চলিয়া ফাইতে সে স্বচক্ষে দেখিয়াছে। কেহ বলিল, লে রাজে বাড়ি ফিরিতে পথে মৃগাঙ্ক অন্তভাৰে ছুটিস্থ। পলাইতেছে তাহার চোখে পড়িাছে, ইত্যাদি। যুগান্ধ বিচারকের প্রশ্নে শুধু একটা উত্তর দিল, সে নির্দোষ। এ ঘটনার কিছুই তাহার తీ4s জান নাই। আর কোন কথাই বলিঙ্গ সী। এমন সৰু প্রত্যক্ষ প্রমাণের পর বিচারপতি মে এ সামান্ত কথা বিশ্বাস করিলেন না, তাহা বলাই বাহুল্য। কয়দিন পর তিনি আদেশ দিলেন মৃগাঙ্ক অপরাধী। শাস্তি প্রাণদণ্ড । স্মৃগাঙ্ক এ সংবাদেও মৃদু হাসিল, রমাপতি সোয়ালে যুড়ি ফিরিল। স্বনেত্রা ছিল মাতুলাঙ্গয়ে । ভ্রাতার সংবাদ পাইদা সে মাটীতে লুটাইয়া পড়িল। তাছার পর জাপনিই আপনাকে সংখড় করিয়া লইয় ছুটিল মাতুলের কাছে । যাতুল রমেন্দ্রনাথও খবর পাইয়াছিলেন স্বনেজার কখাস্তু ऊाश्icफ नरन बश्य छिनि दबांबग्न भृशांक যেখানে ছিল, সেই সহরে জাগিলেন। গাঙ্কের অর্থাভাব ছিল না, মাতুলের চেষ্ট-যত্নে প্রথম হাইকোর্ট, তাহার পর খিলাতে আপীল হইল, উভয় পক্ষের জলের মত অর্থব্যয় হইতে লাগিল । মৃগাঙ্কের যথাসৰ্ব্বন্ধ শেষ হইয়া যাভুলের সম্পত্তিতে হাত পড়িল । রমাপতিও গজভুক্ত कमि८थब्र मऊ जड:चाब्रथूळ इहेश श्रज़िग़ाश्णि ! কয় ৰংসর পর বিলাকের বিচারে প্রাগলগুৈঞ্জ পরিবর্তে দ্বীপান্তরের আদেশ হইল, তখন মাতুল ও যুগাঙ্কের সম্পত্তির কিছুমাত্র অবশিষ্ট নাই। রমাপতিও সম্পূর্ণ নিঃশ্ব। মৃগাঙ্ক আন্দামানে যাত্রার পূৰ্ব্বে শুনিয়া গেল জনেরা আত্মহত্য কৰিয়া তাহার চিঙ্কা হইতে ভ্রাতাকে মুক্তি জিম্বা গিয়াছে । দীর্ঘ বিংশতি বৎসর পরের কথা । রিক্ত সৰ্ব্বহার রমাপতি কয় বৎসর নানা মুম্বনা সহ্য করিয়া পরলোকে গিয়াছে। পত্নী ৰন্থ পূৰ্ব্বেই এখানকার দেনা-পাওনা মিটইম্বা মিম্বাছিলেন। একমাত্র কমলেশ গুধু বৃহৎ বাড়িখানায় একপার্থে স্ত্রী-পুত্ৰ লইয়া কোনরূপে দিন কাটাইতেছিল। সংসারে পত্নী ও