পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! స్సీ মনে হ’ল যেন, এদের দু’জনার এই যে অতর্কিত সাক্ষাৎ—-এ সাক্ষাৎ সাধারণ নয়। এর ফল হয় ত উীযর্ণ হতে পারে । বিজয়বাৰু যে বাবাকে দেখে রীতিমতো ভুয় পেয়েছেন, সে-কথা অস্তুত স্বামীর কাছে অপ্রকাশ নেই। দেখলাম, তিনি ধীরে ধীরে বাঘার পিছনে পিছলে চলেছেন। কিছুক্ষণ বন্ধ হ’য়ে দাড়িয়ে ভাঙ্গের পানে ভাঙ্কিয়ে ছিলাম। তারপর অন্য পথে অগ্রসর হলাম । धनॊj४izनक श्रृं★ बांफ्रैंौ किङ्गणांध । দরজার মুখে অভলীর সঙ্গে দেখা হ’ল। প্রশ্ন করলাম—মতলী, বাবা ফিরেছেন ? অতসী মাখা মেড়ে বয়ে-মিনিট পাঁচেক জাগে এলেছেন। বেড়িয়ে এসে তাকে বেশ স্বস্থ বলেই মনে হচ্ছে—বেড়ানোয় তার বেশ উপকায় হয়েছে। অনেকদিন বাদে তিনি জামায় লঙ্গে হেসে কথা বলেছেন । কিন্তু দিদি, তুমি এতক্ষণ কোথায় ছিলে—এ কি, তোমার মুখ-চোখ যে শুকিয়ে বিত্ৰ হ’য়ে গেছে ! অস্বগ কয়ল না কি ? বল্লাম—বাব একলা ফিরেছেন স্ত ? -—একলা ! ইয়া, একলা বৈকি ! শুকথা জিজ্ঞালা করলে বে?

  • এলনি। অতলী, জামায় একটু চ করে দে লা ভাই, ভারী ভ্ৰান্ত বোধ করছি ।

লঙ্ক

পরের রবিবার । আচাৰ্য্যদেবের শুভাগমন উপলক্ষ্যে মন্দ্ৰিন্থটি жбѣ. [ নবম বর্ষ রয়েছে। বেঙ্গীর ওপর আলপনা আঁকা হয়েছে। তারই একাংশে আচাৰ্য্যদেবের আসন । অন্য ধীরে বাবা বসবেন । বেদীর মধ্যভাগে ব্ৰহ্মানন্দ কেশব সেনের পট । পিছনকার দেওয়ালের গায়ে পূজনীয় রাজা রামমোহনের প্রকাণ্ড তৈলচিত্র টাঙানো হয়েছে। প্রস্তুত হ’য়ে মন্দিরে যেতে আমার কিছু বিগন্ধ হ’ম্বে গেল। গিয়ে দেখলাম, জনসমাগমে মঞ্জির পরিপূর্ণ। ধাদের নিমন্ত্রণ করা হয়েছিল , উারা সবাই এসেছেন। বিস্থিত হয়ে দেখলাম, ঘরের একপ্রান্তে নিশীথবাৰু বসে আছেন। অদূরে মনীষা দেবীকেও দেখা গেল। এরাগু এসেছেন তা’ হ’লে ? নিজের আসনে গিয়ে বস্লাম। অতসী তখন উদ্বোধন মঙ্গীত গাইছে। সকলেষ্ট শুদ্ধ छ्'८६ ५ख्गॆौद्र शंtत्र ७xtश् ‘পূর্ণ আনন্দ মঙ্গলয়পে হৃদয়ে এসো, এলে মনোরঞ্জন । আলোকে জাপার হৌক চূর্ণ, ময়ূতে মৃত্যু করহ পূর্ণ, কৰ দারিদ্র্য ভঞ্জন ? বাৰা জুই চোখে অশ্বভাবিক ইজ্জল্য— স্বযুগে টেবিলের ওপর ন্তস্ত জুই হাত উল্পে যুদ্ধ যুদ্ধ কপিছে । জটাধ্যদেবের আশীৰ্ব্বচন শেষ হবার পর তিনি উঠে দাড়ালেন। গম্ভীর দৃপ্তকণ্ঠে তার বকৃত হরু করলেন। সমবেত জনতা মন্তযুদ্ধের মতো তার প্রত্যেকটি কথা। যেন গ্ৰাস করতে লাগলে । ‘আমি সেই ধর্ণ স্বীকার করি (বাবা বলতে লাগলেন ), সেই শাস্ত্রবিধি পালন করি, ষা

লতাপাত দিয়ে সাজানো হয়েছে। ভিতরের বেীর ওপরেও কারুকার্ধ্য রচনা কম হয় নি। পায়দিন ধরে অতলী এই বৰ কাজে লেগে

আমায় জীবন জ্যাম্ব, আমার প্রাণে জাগুণ জালে, জামি জনিৰ্ব্বাণ জগ্নিশিখার স্থায় সমুজ্জ্বল হই।