পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ይግ• শুনে। আপনার মনের বেদন৷ আমি কতক বুঝতে পারছি ! কিছুক্ষণ চুপ করে থেকে চন্দ্র বলতে লাগল-জাদার শিলং যাবার কথা ছিল । কিন্তু সেখানে না গিয়ে তিনি এখানে যে কেন এলেন । কোলকাতা থেকে টেলিগ্রাম করে আমায় জানিয়েছিলেন যে, হঠাৎ জঙ্করী কাজে তিনি আমার কাছে যেতে পারলেন মা ! কথা ছিল, প্রত্যহ ডিনি আমায় পঞ্জ লিখবেন । হঠাং চিঠি বন্ধ হয়ে গেল, তারপর খবরের কাগজে পড়লাম, তার মৃত্যুর কথা ! কী नििर्हत्व जोड़ा-•• ! মিই কথায় তাঁকে লাম্বল। দেবার চেষ্টা করে’ झल्लोम-च्याब्लो, दलहरङ श्रोएशून्। अt%नग्न घोझ। এখানে এসেছিলেন কেন ? তিনি স্কীয় জি সি মিত্রের বাড়ীর অতিথিরূপে ছিলেন। টাদের সঙ্গে বুঝি তার অনেকদিনের পরিচয় ? চন্ত্রা বল্লে—তাদের নাম আমি ৰূপনো শুনি নি। শেষ চিঠিতে জেনেছিলাম, তিনি হঠাৎ বিশেষ কোন কাজে শিলং না গিয়ে এখানে আসছেন। আমি বুঝতে পারছি মা, হঠাৎ এখানে জানার জঙ্ক কেন তায় এস্ত তাড়া পড়ল ? বিশেষ কোন গুরুতর কাজে যে তিনি এখানে এসেছিলেন, তাতে আর সন্দেহ নেই। র্তাৱ এখানে আসার পিছনে এমন কিছু আছে, ধf সহজ সাধারণ নয়। সেই কথাটাই আমি জানতে পাচ্ছি না। বল্লাম—আপনি খুবর পেয়েছেন বোধ হয় যে, লেডী মিত্র এখান খেকে কোলকাতায় চলে’ গেছেন ? উার বাড়ীতে চাবী পড়ে গেছে । —স্থ্যা। পুলিশ-ষ্টেশনেই সে খবর পেয়েছি । আমি লেঙী মিত্রকে টেলিগ্রাম করেছি—দাম্বার সম্বন্ধে তিনি যা জানেন, সব কথা আমাকে খুলে লিখতে। অনেকদিন দাদার সঙ্গে আমার [নবম বর্ষ দেখা হয় নি। চিঠির বিনিময় চলত বটে ; কিন্তু চিঠিতে ও সব কথা জানা যায় না। হয় ত ইতিমধ্যে প্ৰনেকের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব হয়েছে, ষে সব খবর আমি মোটেই জানি না । আমি BB MBBBB BD EBKS BBBS BBBB BBS জিজ্ঞাসা করব । বরাম—বন্ধুত্বও হতে পারে স্বাবার শত্রুতাই হ’তে পারে । চম্বা চিঙ্কা কল্পে বঙ্গে-শত্রীড়া ? হুঁ্যl, তাও BJJ SBBB S BBBB BB BBB sgBB ছিল কুড়া ; ডার ওপর তিনি ছিলেন ভারী গেয়ালী। তার মৃক্ত লোকের শত্রবৃদ্ধি হওয়৷ ८भांÜüझे चाँ°कtा नग्न । এই বলে কিছুক্ষণের জন্যে চন্দ্র আপন চিন্তায় মগ্ন হন্ধে রইল । থাণিক পরে কৌতুহলী হ’য়ে বল্লাম--কি ভাৰঙ্কেন ? আবার কথাম চন্দ্রীয় চমক ভাঙলে। যুগ তুলে সে প্রশ্ন করলে-অপনাপ্পা এখানে কতদিন আছেন ? বেশীদিন নয় বোধ হয় ? E BSBS BESaSABS BB BBBSBB হবে । চঞ্জা বলতে লাগলো-জাহার বোধ হয় এগানে ধীয় স্থঃছেন, তাদের বেশীর ভুখি ফ্যামিলির সঙ্গেই আপনাদের পরিচয় আছে। বল্লাম—অনেকের সঙ্গে আছে ; অন্ততঃ, নামদাম প্রায় সকলেরই জানি। —বলতে পারেন, এখানে মজুমদার নামে কোন ফ্যামিলি আছে কি ?—বিশেষ করে’ ফণিভূষণ মজুমদার নামে কেউ ? স্বস্তির নিশ্বাস ফেলে মাথা নেড়ে বল্লাম—- না, এ নাম জীবনে এই প্রথম শুনলাম। আমি নিশ্চিত জানি, এ শহরের মধ্যে ও নামে কোন পরিবার নেই ।