পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

äße কাজেই--এই বলিয়া রমেশ নিৰ্ব্বিকাল্পচিত্তে ষ্টা করিল। কমলার মুখখান লাল হইয়া উঠিল । সেঙ এ বাড়ীর মেয়ে নয় । এ তাঁর পিসীমার বাড়ী । এই বিবাহোপলক্ষো এখানে সে আসিন্ধাছে । আসিয়া অবধি রমেশকে সে বহুবারই এ বাড়ীতে দেখিয়াছে। তাছার সন্মুথে নানাকাজে ভাঁহাকে অসিতেও হুইয়াছে হয় ত অনেকবার। স্বতরাং, রমেশ তাহীর নিতান্ত অপরিচিড না হইলেও তেমন পরিচিয় নাই । কিন্তু একজন তাহার দিকে চাহিয়৷ ষ্টা করিয়া हैंछाद्देहः ब्रहियांtछ्, बाँब उांशग्नई नषू४ cन পান হাতে করিয়া নীরবে শুধু দাড়াইয়া থাকিৰে ইহাও ত চলে না। তাই নিতান্ত নিরূপায় হষ্টয়াই কমলা একটা পান ধীরে ধীরে রমেশের মুখে $#fहैद्रा नेिल । মুখের মধ্যে পানটা লইয়। জার একটা বলিয়া রমেশ আবায় ই ক্ষয়িল। - এবয় কমলা তাহার গানে চাহিয়৷ মা জালিয়া थॉरुिाउ गाब्रेिन न। भानई गईग्रा भ्रूष बूचिtड গিয় রমেশ কমলার একটা আংলই কামড়াইম্বা ৰলিল। কননা উদ্ধ বলিয়া হাতখান টানিয়া লইল । রমেশ নিতাপ্ত অগ্রস্তুত হইয়াই এটো হাত দিয়া কমলার সেই হাতখানা ধরিয়া ফেলিক্ষ্মা ৰলিল, তাই স্ত, লাগল ? কমলার চোখ মুখ আরও লাল হইয়া উঠিল। না, লাগে নি বলিয়া হাতখান টানিয়া লইম্বা অন্তে সেখান হইতে এক প্রকার ছুটিঙ্গ পলাইল । রমেশ সেইদিকে কিছুক্ষণ চাহিয়৷ রছিল। সারা মুখখান তাহার এক জানন্সের ছাপিতে ভরিয়া গিয়াছে। তাহার পর মুখের পান দু’টো পকেটে রাখিয়া নিজমনেই বলিল, রইল এ ছুটে ৰুক্তিচিহ্ন হয়ে To o [बैदभ कई ৰিয়ের গণ্ডগোল মিটিয়া গিয়াছে। বর-কনে বাগরে। বাছিরের সকলের আহার শেষ হইয়াছে । বাড়ীর লোকেরাও বাকী নাই। এই বার মেয়েদের—সেখানেও রমেশ । বৌদি'র পাশেই বসিয়াছিল কমলা। অনেক জিনিষ ঠিয়াই রমেশ তাহার পাতটা একেবারে ভরিয়া দিয়াছে। তথাপি থুরিয়-ফিরিয়া যাচাই করার জার শেষ হইতেছিল না। অবশেষে যখন বৌদির পাস্তে দিতে গিয়া মাছের প্রকাণ্ড মুড়োটা কমলার পাতে দিয়া বসিল তখন বৌদি বেশ একটু শৰ করিয়াই হাসিয়া উঠিল। অন্ম মেঘেরাও সে হলিডে নীরবে যোগ দিল । क्जनाब्र भरन हईtछहिंज, फाहाग्न हिक कांश्विा नारउद्ध uहे भाप्इब्र भूम्नाüle cशन भूर्भ টিপিয়া টিপিং হালিতেছে ! ইহার দিনকয়েক পরের কথা । এবাড়ীর মে স্ব-মহলে তখন রমেশেরই কথা আলোচন হুইতেছিল। গৃহিণী বলিতেছিলেন, সত্যি, ছেলের মত ছেলে এই রমেশ । সুন্দর চেহারা, পাশও করেছে অনেকগুলো-মনে কোন অহংকার নেই. শান্ত সুবোধ ছেলেট । তার ওই মিষ্টিশ্ব ভাবের জন্ম ও সকলের প্রিয়। কমলীয় ম খলিলেন, এমন ছেলের আশা করাই ত আমাদের পাগলাম ঠাকুরঝি। একথা কমলাকে ইঙ্গিত করিয়া ; স্বতরাং, তাহার এখানে জায় বলিয়া থাকাও চলে না— অথচ, এখান হইতে উঠতেও যে মন চাহে লা। সেই বৌদি’ট কহিল, রমেশ ঠাকুরপোর মায়ের কাছে একবার কথাটা পেড়ে দেখুন মা স্বা। হৰত স্থঙ্কর বউ পেলে বুড়োর টাকার খাই কমলে কমতে পারে। কমলার মা কছিলেন, হ্যা ঠাকুরঝি, একবার চেষ্টা করে দেখলেই মা ক্ষতি কি ?