পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ, ১৩৪৪ } নিকট পরিষ্কার হইয় গেল, যেদিন নিমাই আধিয়া চড়গিলায় বলিল আiজ নয়, কাল নয় করে দু’মাস সহ করেচি-—জাঙ্গ কিন্তু টাকা না নিয়ে আর নড়চি না। রবীন্দ্র তাহাকে অনেক বুঝাইল, কিন্তু কোন গুজরই টিকিল না। অগত্য, “আমি আপচি বলিয়া অভুক্ত অবস্থাতেই সে বন্ধুর সহিত বাটীর বাহির হইয়া গেল ! পারুল একটি কথা বfলবঞ্জ অবসর পর্য্যন্ত পাইল না । সেদিন, তারপরের দিন পখা চলিয়া যায়, রবীন আসিল না দেখিয় পাঞ্চল মনে মনে স্থতিষ্ঠ হুইয়া উঠিল। প্লায় বৎসর যুরিতে চলিল জাহীদের বিবাহ হইয়াছে, কই,—একদিনও স্ত কাষ্ঠীর স্বামীকে লে এরূপ অল্পপস্থিত থাকিতে দেখে নাই। তবে কি তাহার বন্ধু ভাস্থাকে পুলিশে দিল ? মরিয়া ফেলিল ? নানরূপ যুষ্ঠাবনায় তাহার তরুণ মৃপ্তিষ্ক আলোড়িড হইতে লাগিল । ঞ্জেখিতে দেখিতে সন্ধ্য। গ্রুমে রাত্রিঃ বাড়িয়া চলিল। পারুল আপনে অন্ধকার স্থূহে চৌকির উপর বসিয়া স্বামীর কথাই চিন্তা করিতে ছিল । জাঙ্ক তাহার ঘরে প্রদীপ পৰ্য্যন্ত জলে नाइँ । নিকটবৰ্ত্তী একটা ঘুড়িতে তিনট বাজিয়া রাত্রির দীর্ঘতা জ্ঞাপন করিল । পৃ}রুল ভগ্ন-৪ শ্বভীর চিন্তায় আপনাকে ডুবাইয়া ব্লাগিয়াছে। ঘড়ির শব্দে তাহার চমক ভাঙিল। কি ভাবিয়া হঠাৎ ধড়ফড় করিয়া উঠিয়া সে শক্ত করিয়া কাপড়খান পরিয়া লইল । প্রায় এক বৎসর পূৰ্ব্বে এক বিভীষিকাময়ী নিশীথে সে যেমন ভরসা করিয়া গুহের বাহিন্ত্রে कैंiछेiब्र कूल や袋め পা বাড়াইঃছিল, আজও তেমনি সাহসে বুক র্যাধিয়া স্বাণীর সন্ধানে বহির্গত হইয়া পড়িল । হোরের আলো তপন ও স্পষ্ট কfৱস্থ। ফুটিয়া উঠে নাই। পুণ চলিতে চলিস্তে হঠাৎ প্রকাও একটা বটগাছের তলায়ু মুদ্রিত নম্বনে স্বামীকে শান্বিত জেগিয়া সে জাওঁনা করিরা উঠিল । ঙ্কি প্রহন্ত্রে স্বামীর পায়ে ছড়ি ধিতেষ্ট সে শিহৰিয়া উঠিল । স্তরে গ৷ পুড়িয় যাইতেছে। অস্কান্ত স্পর্শে রবীন্দ্র জোর করিয়৷ চন্থ মেলিয়। চাহিল । তাহাঙ্গ চোপ "ট জবাফুলের স্বতো লাল গুইয়া উঠিয়াছে । সে মুদুহুরে কছিল : এসেছ ? স্বাধি স্বাস্তুস-তুমি আসবেই । কিন্তু আর বোধ হয় আমায় ফিরে পাৰে মা পারঙ্গ ! উন্মাfaণীর মতে পাঞ্জল চীংঞ্চার করিয়া উঠিম ? কেন, কী পাতক করেছি আমি,--যার জুলু ৪খাবলৈ তোমায় শ্বামীর কাছ থেকে কেড়ে লিঙ্কে সংক্ৰম করবেন ? স্বধীন মুছ্‌ ছাপিল। বলিষ্ঠ : পাগল ! স্ট্রোদার আমার খস্তে তুচ্ছ নগণ্য দু-চাংtট ggBBg DBB BBD BBBB BBD তোমাদেণ্ড অস্তবড় ভগবানের নেই। পাঞ্চল ক্রোধে ফুলিয়া উঠিল : ফী, এতবড় নাস্তিক তুষি—জানার স্বামী : হর-বিকম্পিত দক্ষিণ হস্তগামি প্রসারিত করিয়া পারুলকে ধরির রবীন স্নেহপূর্ণ-কণ্ঠে কহিল : জি:, অমন সাধ| গরম করো ন}! তারপর একটু খামিয়া বলিল : লিমীথের টাকা মিটিক্সে দিবুেছি । শাধের শাখার কথা তুমি অনেকদিন বলেছ, ভাই না ধেয়ে একজলের কাছে টাকা জয় রেখেছিলুম, তাই তুলে তার দেন শোধ করে দিয়েছি ।