এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
উপহার।
ভাই বোনকে।
শুধু এই হাসি খুসি,
শুধু ছেলেখেলা,—
কাটি দিবে জীবনের
সুদীর্ঘ এ বেলা?
শুধু এই হাহাকার,
শুধু অশ্র-ব্যথা—
হৃদয়ের আঁখি-পাতে
রহিবে কি গাঁথা?
কিছুই নাহি কি আর,
প্রাণ যাহা যাচে?—
থাকুক তোদের তাহা,
পরাণের কাছে।