পাতা:গল্পস্বল্প.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৩১ )

সহসা অশনি কড় মড় কড়
ঘোষিল ভেদিয়া আঁধার নিশি!
নিবিড় জলদ ভীম গরজনে
সঘনে কাঁপায়ে তুলিল দিশি!

বীর পরাক্রমে এদিকে ওদিকে
মাতিয়ে বহিল পবন রাশি,
ধাঁধিয়ে দিগন্ত বেড়াইছে ছুটে
সুবিকট ঐ দামিনী হাসি।

নাহি সে তটিনী প্রশান্ত মুরতি
ভীষণ সংহার-মূরতি তার!
সফেণ তুফানে আক্রমিছে বেলা
দুর্দ্দাড় ভাঙ্গিয়ে ফেলেছে পাড়!

সহসা উঠিল করুণ ক্রন্দন।
তরী একখানি যেন রে ডোবে!
কাঁপিয়ে উঠিল ধীবর দম্পতি
হৃদয় দহিল দারুণ ক্ষোভে।

বলিল জেলিনী “ঐ শুন আহা
কোন অভাগার জীবন যায়!”
ততক্ষণ ছুটি, খুলি দিয়ে খুঁটি
করুণ ধীবর উঠিল ‘না’য়।