বিষয়বস্তুতে চলুন

পাতা:গল্পস্বল্প.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৩২ )

এ কালনিশায় নাহি ভুরুক্ষেপি
ঝপ ঝপ ঐ চলিল তরী।
আকুল পরাণে তীরে দাঁড়াইয়ে
কর জোড়ে সতী স্মরিল হরি।

কত রজনীতে কত ঝটিকায়
সাহসী দয়ার্দ্র সােয়ামী তার,
কত মরণেরে করেছে বারণ
কতই বিপদ করিয়ে সার।

সমুখে জাগিল সেই সব ছবি
পরাণ ভরিয়া গাহিল জয়,
পরাণ ভরিয়া ডাকিল হরিরে
‘তার’ এ বিপদে করুণাময়’।

চলিল তরণী তুফাণে তুফাণে
কভু পড়ে পুনঃ উঠিছে কভু,
অটল হৃদয় সাহসী ধীবর,
কোন ভয় ডর নাহিক তবু।

মনে তার শুধু জাগে সে রােদন
ঝটিকা তুফানে চেয়ে না চায়,
কেবলি হাঁকিছে—“কোথায় রে তােরা
ভয় নেই আর—নে যাব আয়।”