v U “গল্পম্বার স্বাস্থ্য সম্বন্ধে যাই লেখা হইয়াছে কালে মেলি কেল স্কুলের অধ্যাপক ডাক্তার প্রযুক্ত দেবেন্দ্রনাথ রায় এবং ডাক্তার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাহ পড়িয়া বালকবালিকার পাঠোপযোগী এবং বিজ্ঞান-সঙ্গত বলিয়াছেন। ইহঁদের এ সম্বন্ধীয় পত্র দুইখানি নিয়ে উদ্ধৃত করি দিলাম। .# দেবেন্দ্র বাবুর পত্র “স্বাস্থ্য সম্বন্ধে আপনি যে প্রবন্ধটি লিখিয়াছেন তাহ অতি সুললিত প্রাঞ্জল ভাষায় লেখা হইয়াছে, আর তাহাতে যে বিষয় গুলি বিবৃত হইয়াছে তাহ আধুনিক "হ্লাইজিন” শাস্ত্রের সম্পূর্ণ অনুমোদিত।” ব্রজেন্দ্র বাবুর পত্র “আমি আপনার পুস্তকের প্রফ পাঠ করিয়া কোন পরিবর্তন বা সংশোধন আবশুক বিবেচনা করি না। আপনার ভাষা, যেরূপ মুনীর ও প্রাঞ্জল তাহ প্রায় অন্য গ্রন্থে দেখা যায় না । পুস্তকখানি যে সুপাষ্ট্র ও মনোরঞ্জক হইয়াছে তাহাতে বিন্দুমাত্র সংশয় नाहे ।” বেথুন স্কুলের সংস্কৃত অধ্যাপক পণ্ডিত শ্ৰীমুক্ত চন্দ্রমোহন ভট্টাচাৰ্য্য এই পুস্তকের প্রফ সংশোধন করিয়া যথেষ্ট উপকার করিয়াছেন। ; এই পুস্তকের দ্বিতীয়, সপ্তম, ও অষ্টম এই তিনটি গল্প শ্ৰীমতী হিরণ্ময়ী দেবীর লেখা। w