পাতা:গল্পস্বল্প.djvu/৯১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনৌষধি দন্তমজ্জন | দন্তরক্ষার ও দন্ত পীড়ার উৎকৃষ্ট ঔষধ। so মূল্য এক কোটা ॥৩ ইহা একরূপ পাহাড়ি শিকড় হইতে প্রস্তুত। হিমাচলের কোন কোন উচ্চস্থানে এই শিকড় জন্মিয় থাকে। তত্ৰত্য অধিবাসীদিগের নিকট। ইহার গুণ বিশেষরূপে খ্যাত। কিন্তু -সঙ্কীর্ণ স্থানে আবদ্ধ না থাকিয়া যাহাত্ত্বে এই মহৌষধ সৰ্ব্বসাধারণ সুলভ হয় এই উদ্দেশে আমরা বহুদূর হইতে বহুত্বে ইহ সংগ্ৰহ করিয়াছি। ইহাতে কষ যথেষ্ট পরিমাণ আছে অথচ ইহার একটি বিশেষ গুণ ইহা ব্যবহারে দাতে রং ধরে না, ইহাতে একদিকে দন্ত রক্ষা অন্য দিকে দন্ত পরিষ্কার থাকে। যাহাঁদের দাতের কোন ব্যাম নাই, তাহারা এই দন্ত মার্জন ব্যবহার করিলে তাহাদের দন্ত শীঘ্ৰ শিথিল হইবে না। যাহাদের দাত দৃঢ় ' নহে, সহজে রক্ত পড়ে, ব্যথা হয়, কনকন করে, তাহার এই দন্ত মার্জনে বিশেষ উপকার প্রাপ্ত হইবেন। অনেকেই ইহ ব্যবহার করিয়া বিশেষ প্রশংসা করিয়াছেন।