শীতল প্রলেপ † 간 o মুখফাটার মহৌষধ। মূল্য এক কৌটা এক টাকা। কোঁটায় ব্যবহার নিয়ম লেখা আছে। ইহা মুখফাটার পক্ষে বিশেষ উপকারী। ইহাতে চৰ্ম্ম মন্থণ, শীতল ও লাবণ্যযুক্ত হয় । কেবল তাহাই নহে, ইহার আর একটি গুণ, ইহার উপর পাউডার দিলে মুখ দেখিতে সুন্দর হয়। প্রথমে এই প্রলেপে মুখ আৰ্দ্ৰ করিয়া তাহার উপর পাউডার দিলে পাউডারের সর্বপ্রকার অপকারিতা দূর হয়, অথচ যে অভিপ্রায়ে পাউডার ব্যবহৃত হইয়া থাকে তাহ পূর্ণমাত্রায় সিদ্ধ হয়, অর্থাৎ চৰ্ম্মের কোমলতা ও বর্ণচাকচিক্য বহুল পরিমাণে বৃদ্ধি করে। তবে কাহারও যেন এমন সংস্কার না হয় যে, শুদ্ধ পাউডার মাখিতে হইলেই ইহা ব্যবহার করিতে হয়, তাহা নহে* র্যাহারা পাউডার মাখেন না, কেবলমাত্র মুখ ফাটার উপশম চাহেন তাহারা ইহা বিনা পাউডারে ব্যবহার করিবেন। ব্ৰণ-প্রলেপ । এক কোঁটা ১ টাকা। - ইহা মুখে দিলে এণ সারিয়া যায়, মুখ মন্থণ ও বর্ণ লাবণ্যযুক্ত হয়। মিল্ক অৰ্ব রোজ প্রভৃতি সাধারণ প্রচলিত ইংরাজি ঔষধ অপেক্ষ ইহা অধিক উপকারী ও ফলপ্রদ। র্যাহারা পাউডার ব্যবহার করেন, তাহারা শীতলপ্রলেপের ন্যায় ইহার উপরেও পাউডার মাধিতে পারিনে । 행 இ. “ ঐসতীশচন্দ্র মুখোপাধ্যায় কাশিয়াবাগান বাগানবাটী, অপার সারকুলার রোড, ঋলিকাতা।