পাতা:গল্পাঞ্জলি.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদুলী e ) কুলুঙ্গিতে একটি কেরাসিন তৈলের ডিবা অজস্র ধূমোগদার করিয়া ৰংকিঞ্চিৎ আলোক বিতরণ করিতেছে। রাত্রি একপ্রহর অতীত হইল । এরন করিতে বাইৰে বলিয়া রাইচরণ উঠিয়া দাড়াইয়াছে, এমন সময় উঠানে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করিয়া বলিল—“বন্ধে बाडद्रम् ।” রাইচরণ সেই শব্দে চমকিয়া উঠিল ।—উঠানের দিকে চাহিয়া দেখিল আগন্তুকের অঙ্গে সন্ন্যাসীর গৈরিকবসন । মস্তকে পাগড়ি । স্কন্ধদেশ হইতে ঝুলি ঝুলিতেছে । শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করিল—“আপনি কে ?” উত্তর হইল—“আমি সন্ন্যাসী ।” রাইচরণ তখন ব্যস্ত হইয়া উঠানে নামিয়া আগন্তুককে প্রণাম করিয়া বলিল—“আমুন আসুন । উপরে উঠে বসুন।” আহবান মত সন্ন্যাসী রোয়াকে উঠিয়া আসিলেন । ডিবার আলোকে রাইচরণ দেখিল, সন্ন্যাসীর বয়স বিংশতিবর্ষের অধিক হইৰে না । গৌরবর্ণ দেহখানি হইতে লাবণ্য যেন ঝরিয়া পড়িতেছে। এরূপ কমনীয় কান্তিযুক্ত সন্ন্যাসী রাইচরণ আর কখনও দেখে নাই । তাহার মনে অত্যন্ত ভক্তির উদয় হইল। তাড়াতাড়ি একখানি পীড়ি পাতিয়া দিয়া বলিল— "ঠাকুর, বসতে আজ্ঞা হোক্‌ ৷” সন্ন্যাসী উপবেশন করিলেন। রাইচরণ ষোড়হস্তে বলিল—“কি মনে করে ঠাকুরের আগমন হয়েছে ?” যুবক সুমিষ্টস্বরে বলিলেন—“আজ রাত্রির মত জামাঞ্চে একটু স্থান দিতে পারবে ?” রাইচরণ সাগ্রহে বলিল—“যখন দয়া করে অধমের ঘরে পার ধুলো দিয়েছেন, তখন স্থান অবিশুিই দিতে পারব। পুটুর মা—ও পুটুর ম—ঠাকুরের পা ধোবার জন্তে এক ঘঠি জল নিয়ে আর ত।”