পাতা:গল্পাঞ্জলি.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भांकूर्ली To oft তাতিনী তখন মাজুলীর ইতিহাস আস্কোপাস্ত নিৰোদন করিল । কেন ৰে মাজুলী আজ বিক্রয় করিতে হইয়াছিল খুলিয়া বলিল। রাইচরণ যে অমঙ্গল আশঙ্কা করিয়াছিল তাহাও জানাইল । সমস্ত শুনিয়া সন্ন্যাসী বলিলেন—“সে ভূৰ্জপত্ৰখানি আন, কি মন্ত্র লেখা আছে দেখি ” তাতিনী সেখানি আনিয়া দিল। যুবক সাবধানে সেটি খুলিয়া, আলোকের নিকট ধরিয়া পরীক্ষা করিলেন কিন্তু কোনও লেখা দেখিতে পাইলেন না । এখানে ওখানে দুই একটা অলক্তক চিহ্ন আছে— কোনও কালে হয়ত অক্ষর ছিল—কিন্তু এখন অদৃগু । সেখানি আবার গুটাইয়া রাখিয়া বলিলেন—“আচ্ছা পরে আমি ভাল করে দেখব এখন ৷” তাতিনী বলিল—“আমরা মনে করেছিলাম যে ভট্টচার্য্যি মশায়ের কাছে গিয়ে এর বিধেন নেব, কিন্তু আমাদের খুব ভাগ্য যে তুমি এসে পড়েছ বাবাঠাকুর, তুমিই এর বিধেন দাও । যাতে আমাদের কোন বিপদ আপদ না হয় এমন কর বাবা ।” সন্ন্যাসীঠাকুর নীরবে আপনার রন্ধনকাৰ্য্য করিয়া যাইতে লাগিলেন। মাজুলী বিক্রয়ের করুণ ইতিহাসটি তাহার হৃদয়কে অভিভূত করিয়া ফেলিল । কিছুক্ষণ পরে সন্ন্যাসী হঠাৎ বলিলেন—“আচ্ছা দেখ—তোমরা যদি অনেক টাকা পাও ত কি কর ?” র্তাতিনী বলিল—“কত টাকা বাবা ?” .4এই হাজার—কি দুহাজার—কি পাচ হাজার ।” র্তাতিনী সাগ্রহে জিজ্ঞাসা করিল—“বাবা ঠাকুর, তুমি কি সোণ৷ তৈরি করতে জান ?” রাইচরণ গোপনে তাহাঁর স্ত্রীর হাত টিপিয়া দিয়া চুপে চুপে বলিল— 'চুপ কর। বোধ হয় বাবার দয়া হয়েছে।” পরে প্রকাশ্রে বলিল— 'যদি টাকা হয় বাৰা—তবে তীর্থধৰ্ম্ম করি।”