পাতা:গল্পাঞ্জলি.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> ミ গল্পাঞ্জলি সন্ন্যাসীঠাকুরের ভবিষ্যদ্বাণী ত্রিরাত্রি পোহাইতে না পোহাইতে ফলিতে লাগিল দেখিয়া রাইচরণের আপাদমস্তক কণ্টকিত হইয়া উঠিল। আত্মসম্বরণ করিয়া জিজ্ঞাসা করিল—“কেন দাদাঠাকুর, আমার ভিটে নিয়ে আপনি কি করবেন ?” “আমি ও জায়গায় একটি শিব প্রতিষ্টে করব মনে করেছি। কি বল, দেবে ? তোমার কিছু লোকসান নেই, বরং লাভই আছে। অমন ভাল বাড়ী, গাছপালা, অমনি পাচ্ছি।” রাইচরণ কয়েক মুহূৰ্ত্ত নীরব থাকিয়া বলিল—“আজ্ঞে পৈতৃক ভিটে, সাতপুরুষ ওখানে বাস করেছে—” ভট্টাচাৰ্য্য মধুর হাস্ত করিয়া বলিলেন—“হেঁঃ–র্তাতি বুদ্ধি কিনা! সাত পুরুষ ৰাস করছে ত কি হয়েছে রে ? আমন ভাল ঘরদোর মাঙ্গন “পাচ্ছিস্—অমন গাছপালা—আমাদের কেউ দিতে চাইলে ত আমরা বর্তে যাই ।” রাইচরণ কথা কহে না । ঘাড় গুজিয়া দাড়াইয়া রহিল। আবার মন-কাড়িয়া নেওয়া হাসি হাসিয়া ভট্টাচাৰ্য্য বলিলেন—“তোর মনের ভাবখানা আমি বুঝতে পেরেছি। তুমি মনে করেছিল, আমার ভিটেট কিছু না হবে ত এক বিঘে জমির উপর। নীলুবাগের সে বাড়ী দশকাঠা হবে কিনা সন্দেহ, বেশীট দিয়ে আমি কমটা কেন নিই। এই মনে করছিস ত ?” * আর কোনও উত্তর ভাবিয়া না পাইয়া রাইচরণ বলিল—“আজ্ঞে চ্যা।” তখন ভট্টাচাৰ্য্য হো হো করিয়া হাসিয়া বলিলেন—“কে বলে তাতির বুদ্ধি নেই ? আচ্ছা ৰাপু, তোর ভিটেতে যেমন জমি বেশী আছে— তেমন না হয় দু একশো টাকাই ধরে নিবি। কেমন, এখন সন্তোষ হলি ত ?”