পাতা:গল্পাঞ্জলি.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদুলী >>S রাইচরণ একটু চুপ করিয়া থাকিয়া বলিল—“চার হাজার বলছেন ?” “নগদ চার হাজার ।” “ আর নীলুবাগের সে বাড়ী থানা ও ?” “সে বাড়ী খানাও * “আচ্ছা দাদাঠাকুর, অত করে যখন বলছেন—তবে না হয় দিচ্ছি— কিন্তু আর ও এক হাজার উঠতে হচ্ছে । নগদ পাচহাজার টাকা আর নীলুবাগের ঐ বাড়ীখান ।” এ কথা শুনিয়া ভট্টাচার্য্য মহাশয় রাইচরণের পুষ্ট চাপড়াইয়া বলিলেন —“ভ্যাল রে মোর বাপ রে ! কে বলে তাতির বুদ্ধি নেই ? আচ্ছ। আমি রাজি । পাচহাজার টাকাই পাবি । আর নীলুবাগের বাড়ীখান । তা হলে আজই চল, দুর্গ বলে বেরিয়ে পড়া যাক। সদরে গিয়ে কলিই লেখাপড়া হবে ।” “যেমন আজ্ঞে করেন ।” পরদিন ভট্টাচাৰ্য্য সদরে রাইচরণকে নগদ পােচহাজার টাকা দিয়া দলিল রেজিষ্টারি করাইয়া লইলেন । পঞ্চম পরিচ্ছেদ নুতন শাস্ত্র ৮ গ্রামে ফিরিয়া রাইচরণ নিজের সামান্ত জিনিষপত্ৰ—আর তাতখানি, নীলুবাগের বাড়ীতে উঠাইয়া অনিল । সন্ন্যাসীর নিকট প্রতিশ্রুতি অনুসারে \