পাতা:গল্পাঞ্জলি.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদুলী > ネ> দেখছি। আর দেরী করছ কেন? সমুখে পুজো—বিস্তর দেশী কাপড় বিক্রী হবে। ভগবানের ইচ্ছায় এবার পূজোতে বিদেশী কাপড় খুব কম লোকেই কিনবে। তাত চালাও—তাত চালাও । নইলে কেমন করে তাতের উন্নতি করবে ? এবার স্বদেশীর জয় জরকার।” রাইচরণ জিজ্ঞাসা করিল—“আপনি—কি তৰে সন্ন্যাসী নন ?” “ন গো কৰ্ত্তা, সন্ন্যাসী কেন হতে ৰাব ? বালাই ষাট " রাইচরণের বিস্ময় ক্রমেই বাড়িয়া চলিতেছিল। ভয়ে ভয়ে বলিল— “আচ্ছা, আপনি যদি সন্ন্যাসী নন, তবে আমায় পাচ হাজার টাকা দেওয়ালেন কি করে ? আমার সেই ভিটেটুকু, যার দাম একশো টাকাও হৰে না—তার জন্ত ভট্চার্ষ্যি যে পাঁচ হাজার টাকা আমায় দিলে—আপনি কি করে তাকে এ মতি দেওয়ালেন ?” যুবক হা হা করিয়া হাসিতে লাগিল । বলিল—“আমি মতি দেওয়াই নি। লোভ নামক যে একটি ভূত আছে, সেই ভট্টচাৰ্ঘ্যির ঘাড়ে চেপে মতি দিইয়েছে।” রাইচরণ শিহরিয়া বলিল—“ভুত ?” “ভয় পেওনা, ভয় পেওন । রাত্রে, অন্ধকারে পুকুড়পাড়ে ষে ভূত বেড়ায়, খোন খোন কথা কয়, সে ভূত নয়। রূপক বুঝতে পার নী ছে? আচ্ছা তোমার তবে খুলেই বলি শোন। সে দিন তোমার স্বী একটা সোণার মাদুলী বেচে এসেছিল মনে আছে ? “আছে !" ஆ “তার ভিতর একখানা ভূজ্জিপত্র ছিল—স্তাকরা ফিরিয়ে দিয়েছিল— তোমার স্ত্রী আমায় সেটা দেখতে দিয়েছিল, মনে আছে ?” “হ্য তা দিয়েছিল বটে।”