পাতা:গল্পাঞ্জলি.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ミ8 গল্পাঞ্জলি “সব টাকা ?” “সব টাকা। একটি কানা কড়ি আমি রাখব না।” রাইচরণের স্বর বজের মত দৃঢ় । “খাবে কি ? তোমার ছেলে মেয়ে খাবে কি ?” রাইচরণ হাসিয়া বলিল—“খাবার ভাবনা কি বাৰু ? জীব দিয়েছেন ধিনি, আহার দেবেন তিনি। গাছের পাতা খেয়ে থাকব, সেও ভাল, তবু অধৰ্ম্মের কড়ি খাব না । দেখুন আর জন্মে কত পাপ করেছিলাম, তাই এ জন্মে এত কষ্ট পাচ্ছি। আবার এ জন্মে যদি ব্রাহ্মণের ব্ৰহ্মশ্ব হরণ করি, তা হলে আর-জন্মে কুকুর শেয়াল হয়ে জন্মাতে হবে যে !” ক্ৰোধকম্পিত স্বরে, দন্ত দন্ত ঘর্ষণ করিয়া, চীৎকার করিয়া যুবক বলিল—“ফিরে দেবে ?” “হঁ্যা বাবু—কাল সকাল বেলাই গিয়ে সমস্ত টাকা ভট্চার্যিাকে ফিরে দিয়ে আসব।** “মুর্থ-নরাধম—দেশদ্রোহী”—বলিয়া সবুট পদাঘাতে রাইচরণকে ধরাশায়ী করিয়া, যুবা রজনীর অন্ধকারের মধ্যে মিলাইয়া গেল। এই ਕੰਸ਼ নিরক্ষর তাতিকেই নিজ প্রিয় সন্তান জ্ঞানে ভারতমাতা বক্ষে ধারণ করিলেন ।