পাতা:গল্পাঞ্জলি.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসময়ীর রসিকতা `ඵL রাখিগে ? সম্বন্ধ পাকা হলে খবরটা দিও—চুপি চুপি যেন শুভকৰ্ম্মট সেরে ফেল না।** ক্ষেত্রমোহন বলিলেন—“তুমি না মরলে আর বিয়ে করছিনে। নরবে কবে ?” এই কথা শুনিয়া রসময়ী বিদ্রুপস্বরে হাঃ হাঃ করিয়া হাসিয়া উঠিল । বলিল—“আমি মরব কবে জিজ্ঞাসা করছ? রসি বামনি এপনি মরছেন । তার এখনও অনেক দেরী— বিস্তর বিলম্ব । তোমার বিয়ে করবার বয়স যাবে-বুড়ে খুড়খুড়ো হবে—তুয়ে মুয়ে হয়ে যাবেযখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না—তখন আমি মরব। ” দাম্পত্য রসালাপ এই পৰ্য্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ী থামিবার শব্দ হইল। রসময়ী বলিল—“তবে সেই কথাই রষ্টল। এখন তবে আসি। দিদি ওপাড়ায় তার যায়ের বাড়ী গিয়েছিল —ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই ।”—বলিয়া রসময়ী প্রস্থান করিল। পঞ্চম পরিচ্ছেদ উক্ত কথোপকথনের পর ছয়মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গৰ্ব্ব সফল হইল না। সে এখন মৃত্যু-শয্যায় শায়িত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহন বাবু হালিসহরে গেলেন । চিকিৎসাদির কিছুই ক্রটি হইল না। কিন্তু রসমরী বাচিল না। Ço গঙ্গাতীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন। আশ্চৰ্য্য