পাতা:গল্পাঞ্জলি.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসময়ীর রসিকতা x 8.5 তেমনি, দশবিশ খানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান, একদিন আমার বাড়ীতে যাবেন । আমার একখানা বইয়ে কেটি কিং-এর ছবি আছে। প্রথম চালসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। ষোল বৎসর বয়সে তার মৃত্যু হয় । গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানাস্থানে অনেক সেয়াসে, কেটি কিং স্থলশরীর ধারণ করে আবিভূত হয়েছিলেন। তার নাড়ী পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মত রক্তপাত হয়, তার ফোটোগ্রাফ পর্য্যন্ত তোলা হয়েছে । ফোটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে—আসবেন দেখাব ।” সুরেন্দ্র বাবু মৃদু মৃদু ভাস্ত করিয়া বলিলেন—“আপনারাও যেমন ভাল মানুষ ! ঐ সব বিশ্বাস করেন ? ভূতবাদীদের কত জোচ্চ রি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কোটি কিং-এর দেহে ছুরি ফুটিয়ে দিয়ে রক্তপাত হয়েছে ঐটে আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন । আমার ত ঠিক উণ্টো মনে হয়। ছুরি ফুটালে রক্ত না পড়ত—অথচ শরীরী মানুষ একটা দাড়িয়ে রয়েছে দেখছি—তা হলে বরং বিশ্বাস হত এটা বাস্তবিক মানুষ নয়। এ ক্ষেত্রে দেখুন, ভূত, তিনি বাড়ীর সামনেই বটগাছে পাকেন। চিঠি যখন লিখতে পারেন, তখন অনায়াসেই মূৰ্ত্তিগ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন। কিন্তু তা না করে খাম, কাগজ, কালী, কলম সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু—চিঠি খানি টেবিলের উপর রেখে গেলেই হত, তা না করে এক মাইল দূরে পোষ্টআপিসে গেলেন তাকে পোষ্ট করতে। আবার দুটো পয়সা খরচ করে টিকিট কিনতে হল। মশায়, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকই এত সস্ত হয়, তা হলে না “হয় সেইখানে গিয়েই প্র্যাকটিস মুরু করি।” o