পাতা:গল্পাঞ্জলি.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসময়ীর রসিকতা `8ථි. “ঐ আপনারা এক কথা শিখে রেখেছেন । গাল দেওয়া ষায় না এমন ভাল জিনিষই নেই। যত সব কুচক্ৰী বদমায়েস লোক মিছামিছি ন}দামের অপবাদ রটনা করেছে।” এমন সময় বাহিরে শব্দ উত্থিত হইল—“বাৰু-চিঠি আছে।” প্রমুহূৰ্ত্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্র বাবুর হাতে একখানি পত্র দিল । পত্ৰখানি হাতে লইয়াই ক্ষেত্রমোহন বাৰুর চক্ষুস্থির হইয়া গেল । বলিলেন—“মশাই—আবার সেই ।” পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। গিয়জফিষ্ট বাবুটি অতি আগ্রহের সহিত সেখানি কুড়াইয়া লইয়া পাঠ করিলেন । শেষে নবীন মোক্তার বাবুর হাতে সেখানি দিলেন । পত্ৰখানি এইরূপ— ঐশ্ৰী দুর্গা স্বহায় । প্ৰণাম পুৰ্ব্বক নীবেদনঞ্চ বিসেস এত সাহস তোমার। আসিববাদ পজন্ত হইয়া গিআছে। তুমি মোনে করি আছ আমি তোমায় জে পত্র লিখিয়াছিলাম তাহ ফাক৷ অা ও সাজ । রসি বামনি তেমন মেয়ে নয় । আমি মান করা সত্যেও বিবাহ করিবে। একনও সাবধান হও । এ ছুরমোত্বি পরিত্যাগ কর । নষ্টিলে একদিন গভির রাত্তিরে তুমি যকন ঘুমাইয়া থাকিৰে বটগাচ চইতে নামিয়া তোমার বুকে একথান দসমুনে পাতর চাপাইয়া দিব । সুম শুমার ভাগিবে না । o রসমই ।