পাতা:গল্পাঞ্জলি.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88 গল্পাঞ্জলি একে একে সকলে পত্ৰখানি পড়িলেন । পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন । শিক্ষিত মোক্তার বাবুরও মুখ শুকাইয়া গেল। তথাপি তিনি মন হইতে সংশয় দুরে নিক্ষেপ করিয়া বলিলেন—“আচ্ছ ক্ষেত্র বাবু— আর একবার বেশ করে লেখাট পরীক্ষণ করে দেখুন দেখি । আপনার স্ত্রীর হাতের লেখাই বটে ত ? না কোন জায়গায় কোন সন্দেহজনক তফাৎ আছে ?” ক্ষেত্র বাবু বলিলেন—“কোন সন্দেহ নেই। শুধু হাতের লেখার মিল হলেও বা সন্দেহ করতাম । তার যেখানে যেখানে যে যে বানানভুল চিরকাল হত এ চিঠিতেও তাই । সে চিরকালই শ্ৰীশ্ৰী একজায়গায়, দুর্গ একটু তফাতে লিখত—-এ দুখান চিঠিতেও তাই। তা ছাড়া, চিঠিতে এমন সব কথাবাৰ্ত্তা রয়েছে বা সে জীবিত কালেও মুখে সৰ্ব্বদা ব্যবহার করত ।” সকলে নিস্তদ্ধ হইয়া বসিয়া রহিলেন । কিয়ৎপরে সুরেন্দ্র বাবু গল। ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন—“র্তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন ?” பு ক্ষেত্র বাবু বলিলেন—“ছিলাম বৈ কি ” “সঙ্গে সঙ্গে ঘটে গিয়েছিলেন ?” “গিয়েছিলাম ।’’ “চিতার উপর তার দেঙ্গ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন ?” • “দেখিনি আবার ? আমি নিজেই ত মুখাগ্নি করেছি। ওহে তুমি বী ভাবছ তা নয়। কোনও ভুল হয় নি।” । নব্য মোক্তার বাৰু তথন ঘাড় হেঁট করিয়া বসিয়া রছিলেন ' d