পাতা:গল্পাঞ্জলি.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y & o গল্পাঞ্জলি সমস্ত দিন ঔষধ-প্রয়োগ ও শুশ্ৰষা চলিল ৷ সন্ধ্যার দিকে ডাক্তারের বলিল আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শুালিকাকে বলিলেন—“ঠাকুরবি, সন্ধ্যা হল—এইবার বাড়ী চল ।” বিনোদিনী বলিলেন—“আমি সুবোধকে ছেড়ে বাড়ী যেতে পারব না।” “সমস্ত দিন অনাহারে আছ-মানাহার পর্য্যন্ত হল না !” *তা না হোক । আমি যেতে পারব না ।” অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারের বলিলেন—“আপনাকে বাড়ী যেতে হবে। এখানে ত রাত্রে থাকতে পাবেন না । কাল সকালে আবার আসবেন এখন। আর কোনও ভয় নেই। বিপদ যা তা কেটে গেছে। আমরা সেবা শুশ্রুষা করব-আপনার কোনও চিস্তা নেই— আপনি বাড়ী যান ।” অনেক বুঝাইতে, বিনোদিনী সম্মত হইলেন । ক্ষেত্রমোহনকে বলিলেন—“তুমি তবে আমায় হালিসহরে নিয়ে চল। রাত্রে সেখানে থাকবে। কাল ভোরে আবার এখানে আমায় পৌছে দিতে হবে ।” ক্ষেত্রমোহন তাঁহাই করিলেন। হালিসহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া স্বহস্তে এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন, এমন সময় বাড়ীর বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি ছক রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন, লালপাগড়ীতে বাড়ী ঘেরাও করিয়া ফেলিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিসের স্বপারিন্টেণ্ডেণ্ট সাহেব দুয়ারে দাড়াইয়া। সঙ্গে কয়েকজন দারোগ ও হেডকনেষ্টবলও আছে। পুলিস সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সেলাম করিলেন এ