পাতা:গল্পাঞ্জলি.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y☾ গল্পাঞ্জলি ধূলিমলিন চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বাণ্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা শাদা খাম । সমস্ত জিনিষ উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগ কাগজপতুগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেইখানে স্ট্র ছিলেন। তিনি দেখিলেন শাদ খামগুলির প্রত্যেক হিীরই শিরোনাম লেখা, এবং রসময়ীর হস্তাক্ষর ! পুলিস্ সাহেবের মহনতি লইয়া বা ও টুিকু বাৰু পৰীক্ষ করিতে লাগিলেন। খান কুড়ি চিঠি রহিয়াঁ মই বেগুনী রঙের ম্যাজেণ্টা কালীতে, রসময়ীর হস্তাক্ষরে ್ಲಿ #್ಲಿಕ್ಲಿಕ್ಗ ক্ষেত্র বাবু পাঠও করিলেন। নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোন কোনটাতে বটগাছে বাসস্থানেরও উল্লেখ আছে। একখানাতে আছে—“গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও ন। আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না । এখনও রসি বামনী তোমার ঘাড় মটকাইতে পারে।” একখানাতে রহিয়াছে—“শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনও সাবধান ।”—একথানাতে আছে— “কল্য তোমার বিবাহ । এত মানা করিলাম কিছুতেই শুনিলে না । আচ্ছ বাসরঘরে আগুন লাগাইয়া তোমাকে ও তোমার বধূকে পোড়াইয়া মারিব।” ইত্যাদি । সমস্ত ব্যাপারটা দিনের আলোর মত ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। 單 বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্তই দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন ৰলিলেন—“ঠাকুরবি, এসব কি ?” । ঠাকুরবি আপন মনে মালাজপ করিয়া যাইতে লাগিলেন।