পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wడి গল্পাঞ্জলি কলিকাতার রাজপথে নতুবা রেলওয়ে ট্রেণে। শিকারে বাছির হইয়াছেন এমন রাজা দেখিবার কখনও সুযোগ পাই নাই ।” ইহা শুনিয়া মহিলাটি কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিলেন । শেষে বলিলেন—“কল্য একবার ভাল করিয়া সচিত্রপুস্তকাদি অন্বেষণ করিয়া দেখিব, শিকার পরিচ্ছদে কোনও রাজার ছবি পাওয়া যায় কি না ।” অতঃপর অন্তান্ত কথাবার্তা হইতে লাগিল। আমি এদেশে কত দিন আছি এই সকল বিষয় তিনি অতি সঙ্কোচের সহিত আমায় জিজ্ঞাসা করিলেন। শেষে নিজের একখানি কার্ড আমায় দিয়া বলিলেন—“আমার বাসা নিকটেই । যদি অবসর মত একদিন আসেন তবে আমার অঙ্কিত অনেকগুলি রেখাচিত্র আপনাকে দেখাইতে পারি।” আমি এ সদয় নিমন্ত্রণের জন্ত তাহাকে বহু ধন্যবাদ দিয়া, আমার নিজের একখানি কার্ড র্তাহাকে অর্পণ করিলাম। আমার নামটি দেখিয়া তিনি বলিলেন—“মিত্র ? কলিকাতার সেই পরলোকগত প্রসিদ্ধ ব্যারিষ্টার মিষ্টার মিত্র আপনার কেহ হইতেন না কি ?” আমার পিতার যশোব্যাপ্তির প্রমাণ পাইয়া গৰ্ব্বে আমার বক্ষ স্ফীত হইয়া উঠিল। বলিলাম—“আমি তাহারই পুত্র। আপনি তাহার নাম শুনিলেন কি করিয়া ?” বৃদ্ধ বলিলেন—“সংবাদ পত্রে দেখিয়াছি। বর্তমান ভারত সম্বন্ধে একটা অবিকৃত ধারণা করিয়া লইবার জন্ত মাঝে মাৰে ইণ্ডিয়া অফিস লাইব্রেরিতে গিয়া কলিকাতার সংবাদপত্র আমি পাঠ করিয়া থাকি । উঃ-—আজ এ ভোজনশালায় লোকের . কি ভীড় হইয়াছে। গরমে আমার নিশ্বাস বন্ধ হুইবার উপক্রম হইতেছে । আমি চলিলাম।”— ৰলিয়া তিনি উঠিয়া তাড়াতাড়ি প্রস্থান করিলেন।