পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন \S কিয়ৎক্ষণ পরে মিস ক্যাম্বেল ফিরিয়া আসিলেন। ছবিগুলি একে একে আমায় বুঝাইয়া দিতে লাগিলেন। অবশেষে বলিলেন—“এইগুলি আমার সাধের ছবি । শিল্পকলার সাধনার জন্তু এইগুলি আমি অণকিয়াছি । জীবিকার জন্ত যে সকল ছবি আমায় অ'কিতে হয়,—যেমন পলায়নপর রাজা প্রভৃতি—এইবার সেইগুলি দেখুন।”—বলিয়া তিনি একটি বৃহৎ পোর্টফোলিও বাহির করিলেন । আমি বলিলাম—“আপনার সে ছবির কি করিলেন ?” বৃদ্ধ হাসিয়া বলিলেন—“দরবারের বেশেই রাজাকে অকিয় দিত্তে হইয়াছে । আমি সম্পাদকের সঙ্গে দেখা করিয়া পরিচ্ছদ সমস্তার কখা বলিয়াছিলাম। তিনি বলিলেন—সাময়িক পত্রের ছবিতে অত খুটিনাটি ধরিতে গেলে চলে না। রাজাকে বেশ স্থূলকায় করিয়া অভ্যাকিয়, তাহার অঙ্গে দরবারের পোষাকই পরাইয়া দিন । নহিলে পাঠকের রাজা বলিয়া চিনিতে পরিবে কেন ?—সুতরাং আমাকে সেইরূপই জাকিতে হইল * পোর্টফোলিওর ছবিগুলি দেখিলাম অধিকাংশই গল্প বা উপন্যাসের উপযোগী করিয়া চিত্রিত । সেগুলি দেখিতে দেখিতে চা প্রস্তুত হইবার ংবাদ আসিল ।—মিস ক্যাম্বেল আমাকে লইয়া তাহার ড্রয়িং-রুমে গেলেন । চা পান করিতে করিতে গল্প হইতে লাগিল । সহসা টেবিলের উপর হইতে আমার চকচকে বাধান খাতাখানি তুলিয়া লইয়া মিস ক্যাম্বেল দেখিতে লাগিলেন। বলিলেন—“এই খানিই আপনার নাটক বুঝি ?” “ईr ।” “কতদূর হইল ?” o “তৃতীয় অঙ্ক হইতেছে। আরও দুইটি অঙ্ক হইবে יין