পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন )や(。 চিত্ত অন্যদিকে ফিরাইবার জন্য বলিলাম—“আর এক পেয়াল চ পাইতে পারি কি ?” তিনি ব্যস্ত হইয়া বলিলেন—“ক্ষমা করিবেন—আপনার পেয়াল খালি হইয়াছে আমি লক্ষ্যই করি নাই। আমার আতিথেয়তা মোটেই অমুকরণীয় নহে*—বলিয়া তিনি হাসিতে হাসিতে আমার পেয়ালা লইয়া চায়ে পূর্ণ করিয়া দিলেন। বলিলেন—“আপনি কি ঐতিহাসিক নাটকই লিখিবেন, না গার্হস্থ্য নাটকও লিখিবার ইচ্ছা আছে ?” “ক্রমে গার্হস্থ্য নাটকও লিখিব বৈ কি।” আমি আপনাকে একটি গার্হস্থ্য নাটকের প্লট দিতে পারি। বাস্তবজীবনের ঘটনা—একটি হৃদয়-ভেদী প্রণয়-কাহিনী।” আগ্রহের সহিত বলিলাম—“বহু ধন্যবাদ। প্লটটি কি বলুন না।” “আগে এই নাটকটি শেষ করুন। তাহার পর একদিন বলিব ।” আরও দশ মিনিট গল্পে কাটিলে অন্ধকার বাড়িয়া উঠিল। পরিচারিক আসিয়া গ্যাস জালিয়া দিল । আমি তখন মিস ক্যাম্বেলের নিকট বিদায় প্রার্থনা করিলাম । তিনি উঠিয়া আমার সঙ্গে সঙ্গে দ্বার পর্য্যস্ত আসিলেন। শেষমূহুর্তে বলিলেন—“আপনার নাটক সমাপ্ত হইলে, একদিন আসিয়া অম্বুবাদ করিয়া আমায় শুনাইতে হইবে মনে রাখিবেন ।”

  • আমি সেই সুযোগের জন্য প্রতীক্ষা করিয়া থাকিব”—বলিয়া অতিবাদনান্তর বিদায় লইলাম।